Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


সেবা তালিকা


সেবার নাম বিবরণ প্রক্রিয়া মন্তব্য
০২ নিরাপত্তা প্রদান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা (সশস্ত্র/নিরস্ত্র) আনসার সদস্য নিয়োগ প্রদান করা হয়ে থাকে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের ভিত্তিতে আনসার/ভিডিপি সদস্যদেরকে জেলা কমান্ড্যান্ট নিয়োগ দিয়ে থাকে।  
০৩ মৌলিক প্রশিক্ষণ ১০% কোটায় চাকুরী বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোন সুবিধা প্রাপ্তির জন্য আনসার মৌলিক, ভিডিপি/টিডিপি মৌলিক, দলনেতা/দলনেত্রী, কমান্ডার/সহাকরী কমান্ডার প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। উপজেলা আনসার ও ভিডিপি কাযালয় থেকে জানতে হবে।  
০৪ পেশাভিত্তিক/কর্মমূখী শিক্ষা আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষজনশক্তি তৈরীতে অত্র জেলার টিটিসি’র মাধ্যমে (১) মোটর ড্রাইভিং ও মেকানিক্স (২) অটো মোবাইল (৩) ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং (৪) ফ্রিজ এন্ড এয়ার কন্ডিশনিং (৫) ওয়েল্ডিং 4জি (৬) বেসিক কম্পিউটার (৭) সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী।  
০৫ অন্যান্য প্রশিক্ষণ (১) ইলেকট্রিশিয়ান (২) ফ্রিজ মেরামত (৪) মাইক্রো ওভেন মেশিন অপারেটর (৫) সোয়েটার নিটিং, (৬) গ্রামোন্নয়ন, (৭) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা  
০৬ আর্থিক সহায়তা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণের নিজের/স্ত্রী/স্বামী/ছেলে/মেয়ে বিবাহ, চিকিৎসা, অপারেশন, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব  
০৭ পুরস্কার ও সম্মাণনা সাহসীকতাপূর্ণ কাজ, প্রশসংসীয় কাজের স্বীকৃতি  
০৮ গনশুনানী প্রতিমাসের ২৫ তারিখ সাধারণ সদস্যদের সমস্যা সমাধানের গণশুনানীর আয়োজন  
০৯ পুলিশ ভিআর ও প্রশিক্ষণ প্রত্যয়ন অঙ্গীভূতির জন্য পুলিশ ভিআর ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রত্যয়ন প্রদান