০১/ ১০ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণ
প্রশিক্ষণ শেষে ০১ টি সার্টিফিকেট, ০১ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর শেয়ার অংশ
ও নগদ ১০০০/- দেয়া হয় যাতায়াত খরচ।
০২/ ২১ দিন মেয়াদি অস্রসহ মৌলিক প্রশিক্ষণ ( সম্পুর্ন আবাসিক) ফ্রি প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে ০১ টি সার্টিফিকেট, ০১ টি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর শেয়ার ও যাতায়াত খরচ দেয়া হয়।
উক্ত প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যগন নির্বাচন ও পূজায় দায়িত্ব পালন করতে পারবে এবং সরকারি ভাতা প্রাপ্ত হবেন নির্দিষ্ট দিনের জন্য।
এছাড়াও তারা সরকারি চাকরীতে ১০℅ কোঠার সুবিধা পাবেন।
উক্ত প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যগন
আমাদের কিছু প্রশিক্ষণ বিনামূল্যে নিতে পারবেন
প্রশিক্ষণ সমূহ
১/কম্পিউটার প্রশিক্ষণ
০২/ মোবাইল সার্ভিসিং
০৩/ ড্রাইভিংপ্রশিক্ষণ
০৪ / সেলাই প্রশিক্ষণ
০৫/ রড বাইন্ডিং
০৬/ টাইলস ফিটিংস
০৭/ ওয়েল্ডিং ৪ জি
০৮/ সোয়েটার নিডিং
০৯/ প্লাম্ভিং
১০/ দূর্যোগ ব্যবস্থাপনা
১১/ মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ
১২/ মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ
এছাড়াও স্বল্প মেয়াদি অনেক প্রশিক্ষণ নিতে পারবে।
প্রশিক্ষণ নেয়ার জন্য উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সদর অথবা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ঝালকাঠি তে যোগাযোগ করতে হবে।
এছাড়াও আর্থসামাজিক উন্নয়ন কাজ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস