Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


Title
Basic VDP training with Arms
Details
আগামী ০৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, ঝালকাঠি  ৩য় ধাপ ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে-প্রশিক্ষণার্থীদের যোগ্যতাঃ১। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।২। বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে ।৩। সর্বনিম্ন জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।৪। উচ্চতা কমপক্ষে ৫.৪’’ হতে হবে।৫। মামলা আছে বা সাজাপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত।৬। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার মনোভাব থাকতে হবে।৭। ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা হতে হবে।আগ্রহী প্রার্থীগণ নিম্নে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী 30/08/2০23 খ্রিঃ তারিখের মধ্যে  উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, সদর ঝালকাঠি-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলপ্রয়োজনীয় কাগজপত্রঃ১। শিক্ষাগত যোগ্যতার ফটোকপি,২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,৩। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর কাউন্সিল থেকে প্রাপ্ত নাগরিকত্ব সনদের ফটোকপি,৪। পাসপোর্ট সাইজের এক কপি ছবি,৫। উপরোল্লেখিত কাগজপত্রের অরিজিনাল কপি কেবলমাত্র প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।যোগাযোগ : 01304000738                    01734629649
Attachments
Image
Publish Date
27/08/2023
Archieve Date
03/05/2025